![]() |
যেসব অভিভাবকেরা সন্তানের লাশ পায়নি, তাদের তালিকা দেন: প্রিন্স মাহমুদ। |
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীদের নিয়ে মানুষের মনে উদ্বেগ ও অস্পষ্টতা রয়েছে।
এ নিয়ে বিভিন্নজন বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছেন। এ ইস্যুতে কথা বললেন দেশের গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন তথাকথিত ‘লাশ গুম’ বিতর্ক নিয়ে।
প্রিন্স মাহমুদের কথায়, ‘যেসব অভিভাবকেরা সন্তানের লাশ পায়নি, তাদের তালিকা দেন। লাশ গুম হইছে বুঝলাম, অভিভাবকরাও কি গুম হয়ে গেছে?এদিকে গতকাল প্রিন্স মাহমুদ আরেক পোস্টে রাজনীতিবিদদের সমালোচনা করে লেখেন, ‘আজ রাজনৈতিক দোকান বন্ধ রাখেন, চ্যালা–চামুণ্ডা নিয়ে হাসপাতালে যায়েন না।
এইবার অন্তত মাফ করেন। কাজের মানুষদের কাজ করতে দেন। পারলে চেহারা না দেখায় পেছনে বসে সাহায্য করেন…।’
সোশ্যাল মিডিয়ায় বহুদিন ধরে সক্রিয় থাকা প্রিন্স মাহমুদ এর আগেও জাতীয় নানা ইস্যুতে তাঁর অবস্থান জানিয়ে আসছেন। গত বছরে আওয়ামী সরকার পতনের বৈষম্যবিরোধী গণ–অভ্যুত্থানেও সক্রিয় ছিলেন তিনি।
0 মন্তব্যসমূহ